Site icon Jamuna Television

ইউরোতে রাতে মাঠে নামবে চারদল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ রাতে মাঠে নামবে চারদল। গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইতালি। অন্যদিকে, সুইজারল্যান্ডের প্রতিপক্ষ তুরস্ক। দুটি ম্যাচই শুরু হবে রাত ১০ টায়।

এবারের আসরে টানা জিতে উড়ন্ত সূচনা করেছে ইতালি। তুরস্ককে ৩-০ গোলে হারানোর পর, ৩-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকেও। প্রতিপক্ষ ওয়েলস ড্র দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। তাইতো জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ইউরো। অবশ্য দু’দলের ৬ বারের দেখায় ৫ জয় ইতালির। আর ওয়েলসের একমাত্র জয়টি এসেছিলো ২০০২ সালে।

‘এ’ গ্রুপের বাকি দুই দলের লড়াইটা হবে নিজেদের টিকিয়ে রাখার। এক ড্রয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করা সুইজারল্যান্ড জয় পেলে সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। আর টানা দুই হারের পর, শেষ ম্যাচটা খানিকটা আনুষ্ঠানিকতার তুরস্কের জন্য।

Exit mobile version