Site icon Jamuna Television

কক্সবাজার পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবি

কক্সবাজার প্রতিনিধি:

‘ভাত দিন না হয় কক্সবাজারের পর্যটনকেন্দ্র খুলে দিন’ শিরোনামে কক্সবাজারের পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পর্যটন সংশ্লিষ্ট ৯টি সংগঠন। আজ রোববার (২০ জুন) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন মফিজুর রহমান।

এসময় তিনি জানান, লকডাউনের মধ্যেও সীমিত আকারে দেশের সবকিছু খুলে দেওয়া হয়েছে। গত ১ এপ্রিল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও হােটেল-মােটেল জোন বন্ধ করে রাখা হয়েছে । ফলে এ শিল্পের সাথে জড়িত হাজার কর্মকর্তা-কর্মচারী, ট্যুর অপারেটর, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী ও কলাকৌশলী, বীচ-বাইক, কিটকিট ব্যবসায়ী, ক্ষুদ্র হকার ব্যবসায়ী, শুটকির দোকানসহ সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে ।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের পর্যটন শিল্প সীমিত আকারে চালু করার ব্যবস্থা করা হােক । অন্যথায় পর্যটন সংশ্লিষ্ট সকলের ভাতের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

Exit mobile version