Site icon Jamuna Television

জাতির উদ্দেশে প্রথম ভাষণে যা বললেন রইসি

শনিবার ভোটের ফলাফল ঘোষণার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এই ভাষণে দুর্নীতিমুক্ত প্রশাসন ও কঠোর পরিশ্রমী জাতি গড়ার অঙ্গীকার করেছেন ইরানে নতুন প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রইসি।

ইরানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে জানানো হয়, ইব্রাহিম রইসি বলেন, ১৮ জুন বিশ্ব নতুন করে ইরানি জাতির সৃষ্টি করা মহাকাব্য দেখেছে, যা আমাদের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন সেই আস্থাকে সঙ্গে নিয়ে আমি একটি পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব। বক্তব্যের শেষে এ বিজয়কে ঐতিহাসিক ও প্রবল আবেগপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

ইরানের নাগরিকদের উদ্দেশ্যে রইসি আরও বলেন, আপনারা সততার সাথে আপনাদের প্রতিশ্রুতি পালন করেছেন, আমি আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার প্রতি এবার সম্মান দেখানোর পালা, এবং এই কাজে এক মুহূর্তের জন্যও আমি উদাসীন হব না।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রইসি দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রইসি ৬১.৯৫% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট পেয়েছেন রইসির সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাই।

Exit mobile version