Site icon Jamuna Television

সামাজিকভাবে হেয় করায় করোনা আক্রান্ত ব্যবসায়ীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় লজ্জা ও ঘৃণায় করোনায় আক্রান্ত এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

রোববার (২০ জুন) সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন আবদুর রাজ্জাক (৫০)। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি তার করোনা শনাক্ত হওয়ায় লজ্জা ও ঘৃণায় আবদুর রাজ্জাক আত্মহত্যা করেন বলে জানিয়েছে এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন আব্দুর রাজ্জাক। গত ১৬ জুন তার শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। ওই দিন রাপিড অ্যান্টিজেন টেস্টে তিনি করোনা শনাক্ত হন। পরে চিকিৎকের পরার্মশে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, তার মৃত্যুর খবর পেয়ে আমি পুলিশে জানাই। স্থানীয়রা আমাকে জানিয়েছেন, করোনা শনাক্ত হলে ১৭ জুন তার বাড়ি লকডাউন করে দেয়া হয়। এতে গ্রামের অন্যান্য মানুষ তাকে কটূক্তি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। তাকে ও তার পরিবারের কাউকে বাড়ির বাইরে বের হতে দিত না গ্রামের মানুষ। এতে বাড়ির অন্যান্য সদস্যরাও তার প্রতি ক্ষিপ্ত হয়। এসব ঘটনায় ক্ষুব্দ হয়ে সে আত্মহত্যা করতে পারে।

আবদুর রাজ্জাকের স্ত্রী ময়না খাতুন জানান, আজ সকালেও তার কাঁশির শব্দ শুনতে পাই। পরে খাবার দিতে গিয়ে দেখি ঘরের আড়ায় ফাঁস দিয়ে সে ঝুলছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version