Site icon Jamuna Television

ব্রাজিলিয়ান ভক্তের কাণ্ডে মুগ্ধ মেসি

এক ব্রাজিলিয়ান ভক্তের পাগলামীতে অবাক হয়েছেন লিওনেল মেসি। এই ভক্তের কাণ্ড এতোটাই ভালো লেগেছে মেসির যে তার সাথে দেখা করতে চান তিনি।

গত শনিবার (১৯ জুন) উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর এলএমটেনকে দেখতে হাজির হয়েছিল অগণিত ব্রাজিলিয়ান ভক্ত। তবে তাদের মধ্যে মেসির নজর কেড়েছেন ঐ ভক্ত। তার পুরো পিঠ জুড়ে ছিলো মেসির ট্যাটু।

২০১৭ সালে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের অন্তিম সময়ে গোল করে জার্সি খুলে উদযাপন করেছিলেন মেসি। আর এই বিখ্যাত মুহূর্তটিই পিঠে ট্যাটু করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকার এই ব্রাজিলিয়ান ভক্ত। এই ট্যাটু করতে তার খরচ হয়েছে দুই হাজার ডলার এবং সহ্য করতে হয়েছে ৩৬ ঘন্টার ব্যথা।

স্থানীয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের কাছে মেসি জানিয়েছেন ওই ভক্তকে নিজের চোখে দেখতে চান। তিনি বলেছেন, ক্রেজি ট্যাটু! আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা দেখতে ও এখানে স্বাক্ষর করতে চাই।

Exit mobile version