Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বন্দি ফুল মিয়া (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়ে‌ছে। রোববার (২০ জুন) দুপুরে অসুস্থ হওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফুল মিয়া রংপুরের পীরগাছা থানার বালাহাটি এলাকার ছকু মিয়ার ছেলে। কারাগারে তার হাজতি নং ছিল ৭৮০/১৭।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বায়েজিদ জানান, ফুল মিয়া দুপুরে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, তার বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ব্যাপারে জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার ও জেলারকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।

Exit mobile version