Site icon Jamuna Television

গোলের ল্যান্ডমার্কের পর কোচের কাছে ছুটলেন সাবিনা

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ঘরোয়া লিগে ১০০ গোল করেছেন স্ট্রাইকার সাবিনা খাতুন। গোল করেই সাইডলাইনে ছুটে গিয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটনের কাছে।

আজ (২০ জুন) থেকে শুরু হয়েছে নারী ফুটবল লিগের দ্বিতীয় লেগ। যেখানে পুষ্করণীর বিপক্ষে দুই গোল করেই ১০০ গোলের মাইলফলক পূর্ণ করেন সাতক্ষীরার এই নারী ফুটবলার। এই ম্যাচে সাবিনার বসুন্ধরা কিংস জেতে ৫-০ গোলে।

আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে সব মিলিয়ে সাবিনার গোল সংখ্যা ৩০০ ছাড়িয়েছে অনেক আগেই। তারপরও শুধু লিগের ১০০ গোল উদযাপনে কিংসের প্রস্তুতি ছিলো যথেষ্ট। ‘১০০ গোল সাবিনা’ লেখা জার্সির পাশাপাশি লাল অক্ষরে ১০০ লেখা একটি ক্রেস্টও ছিলো সাবিনার জন্য।

সাবিনা খাতুনের ক্যারিয়ারে বেশির ভাগ সময় কেটেছে জাতীয় দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের কোচিংয়ে। তাইতো শত আনন্দের মাঝেও কৃতজ্ঞতা প্রকাশে ছোটন স্যারের কাছ থেকে দোয়া নিতে ছুটেছেন সাবিনা।

Exit mobile version