Site icon Jamuna Television

জাবি’র শিক্ষক নিয়োগে অনলাইনে মৌখিক পরীক্ষা, স্থগিত চেয়ে করা রিট খারিজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অনলাইনে মৌখিক পরীক্ষার মাধ্যমে ছয় শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ফলে ওই শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই। এ বিষয়ে করা রিটের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে, গত ১২ জুন অনলাইনে সিলেকশন বোর্ড থেকে মৌখিক পরীক্ষা আহ্বান করা হয়। শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে এই শিক্ষক নিয়োগ প্রদানকে ‘দুরভিসন্ধিমূলক’ উল্লেখ করে গত ৯ জুন ইউজিসি বরাবর চিঠি দেন একই বিভাগের আট শিক্ষক। তবে সেই চিঠির পরও কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এই রিট আবেদন করা হয়।

Exit mobile version