Site icon Jamuna Television

শিশু ধর্ষণের অভিযোগে ৮০ বছরের বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় শিশু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৮০ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রোববার (২০জুন) দুপুরে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গরুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে আটক আব্দুল করিম (৮০) উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত পানাউল্লো মোড়লের ছেলে ।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৮, তাং-২০-০৬-২১ ইং।

পুলিশ জানায়, ওই বৃদ্ধ শিশুটিকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত হয়ে পড়লে তার চিৎকার স্থানীয়রা ছুটে এসে বৃদ্ধকে আটকে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ আব্দুল করিমকে আটক করে।

এদিকে স্বজনরা শিশুটিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মেডিকেল রিপোর্টের জন্য কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তবে এ ঘটনায় অভিযুক্ত আব্দুল করিমের ছেলে শরিফুল ইসলাম জানান, তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে শোনেন পুলিশ তার পিতাকে ধরে নিয়ে গেছে।

দেবহাটা থানার (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই শিশুর ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।

Exit mobile version