
দেশে প্রথমবারের মতো সবচেয়ে বড় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে।
খান থেকে উৎপাদিত হবে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ। দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জং কিউ।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরকার ৪০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার জন্য কাজ শুরু করেছে। এজন্য কারিগরি সহায়তাও দিচ্ছে। এতে জাতীয় গ্রিডের উপর চাপ কমবে। বিনিয়োগকারীদের নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এগিয়ে আসার আহবান জানান প্রতিমন্ত্রী।



Leave a reply