Site icon Jamuna Television

এবার টিকার দাম প্রকাশ করে দিলো নেপাল; নাখোশ চীন

চায়না থেকে সিনোফার্মের টিকা কেনার পরিকল্পনা করছে নেপাল। কিন্তু চুক্তিতে পৌছানোর আগেই সেই টিকার দাম নেপালের স্থানীয় প্রকাশিত হয়ে যাওয়ায় দেশটি ওপর বেজায় খেপেছে চীন।

রোববার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এর আগে টিকার দাম প্রকাশ করায় বাংলাদেশের ওপরও অসন্তুষ্ট হয়েছিল বেইজিং।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, টিকার কেনার শর্ত অনুযায়ী নেপাল করোনা টিকার দাম গোপন রাখার কথা ছিল। কিন্তু বিষয়টি গোপন রাখতে ব্যর্থ হওয়ায় দেশটির কয়েকটি সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে সিনোফার্ম। এছাড়া দাম প্রকাশ হয়ে যাওয়ার পেছনে নেপালের সরকারের দোষই দেখছে বেইজিংয়ের নীতিনির্ধারকরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যেই এ বিষয়ে সতর্ক করেছে কাঠমাণ্ডুর চীনা দূতাবাস।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. কৃষ্ণপ্রসাদ পাউদেল দেশটির সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট’কে জানিয়েছেন, টিকার দাম ও অন্যান্য বিষয় যেভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা উদ্বেগজনক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর ইস্যু।

তিনি আরও বলেন, গণমাধ্যমগুলো চীনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌছানোর আগেই বিষয়টিতে
আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে আমরা চিন্তিত। আর এখন এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে আমরা আসলেই টিকা পাবো কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

Exit mobile version