Site icon Jamuna Television

দলগত কোটা পাওয়া হলো না বাংলাদেশের

অলিম্পিকে দলগত কোটা পাওয়া হলো না বাংলাদেশের। আর্চারি বিশ্বকাপে রোমান সানারা প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে ইন্দোনেশিয়ার কাছে।

প্যারিসে গতকালই শুরু হয়েছে অলিম্পিকের সর্বশেষ বাছাইপর্ব। দলগত ইভেন্টে ৩৬টি দেশ নেমেছিল অবশিষ্ট তিনটি কোটার জন্য। তাতে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ।

আসরের শুরুটা দারুণভাবে করলেও পরে সেটি ধরে রাখতে পারেননি রোমান সানা, আব্দুল হাকিম ও আব্দুর রহমানরা। প্রথম রাউন্ডে পর্তুগালকে ৬-০ সেটে হারান রোমান সানারা।

নিজে অলিম্পিকে খেলা নিশ্চিত করেছেন আগেই। রোমান সানা কাল নেমেছিলেন দলগতভাবে বাংলাদেশকে আরেকটি কোটা পাইয়ে দেওয়ার লড়াইয়ে। কিন্তু আব্দুল হাকিম ও আব্দুর রহমানকে নিয়ে প্যারিসে সেই লড়াইটা তার থেমে গেল প্রি-কোয়ার্টার ফাইনালেই।

Exit mobile version