Site icon Jamuna Television

খেলোয়াড়দের মতো বলে ফেলুন, বাবা তোমাকে ভালোবাসি

আজ বিশ্ব বাবা দিবস। বিশ্বজুড়ে এই দিনটি উদযাপিত হচ্ছে; তার সাথে সামিল হয়েছে ক্রীড়াঙ্গনও। তারকা খেলোয়াড়রা নানাভাবে স্মরণ করেছেন তাদের প্রিয় বাবাকে। শচীন টেন্ডুলকার থেকে মুশফিকুর রহিম; সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার পোস্টেই উঠে এসেছে বাবার মাহাত্ম্য।

বাবাদের আবার দিবস হয় নাকি ? প্রতিটা দিনই তো বাবাময় দিবস। বটবৃক্ষের মত আগলে রাখা, নির্ভরতা দেয়ার নাম বাবা। তারপরও বাবাদের সম্মান জানানোর একটি বিশেষ দিন আছে।

পিতা, সন্তানের জীবনে শাশ্বত গভীরতম এক অনুভূতি; বড় এক আশ্রয়। সেই বাবাকে স্মরণ করছেন দেশ ও বিদেশের ক্রীড়াবিদরা।

ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার বাবাকে স্মরণ করলেন টুইটারে আবেগঘন এক ভিডিও দিয়ে। যেই দোলনায় চড়ে তার বাবা বড় হয়েছেন সেই দোলনায় চড়ে স্মরণ করেছেন ভালোবাসার মানুষটিকে।

বাবা ছিলেন বলাটা সবচেয়ে কষ্টের, এমন আবেগঘন বার্তায় বাবাকে স্মরণ করেছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খান।

গ্যালারিতে থাকা বাবার সাথে ছবি পোস্ট করে মুশফিকুর রহিম সম্মান জানিয়েছেন বাবার প্রতি।

বাবার সাথে নিজ ওয়ালে ছবি পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার তপু বর্মণ।

সৃষ্টিকর্তা সকল বাবাদের ভালো রাখুক লিখে পোস্ট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদি মিরাজ।

বাপ, ড্যাড কিংবা ফাদার সবগুলো শব্দেরই অর্থ এক, কিন্তু তাৎপর্য অনেক। সেটিই ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

ক্রীড়া তারকাদের সাথে এবার আপনিও কণ্ঠ মেলান। বাবা দিবসের এই ক্ষণে বাবাকে বলে ফেলুন, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি।

Exit mobile version