Site icon Jamuna Television

অলিম্পিকের কোটা বাছাইয়ে ব্যর্থ বাংলাদেশ নারী আর্চারি দল

পুরুষ দলের পর এবার অলিম্পিকের কোটা বাছাইয়ে ব্যর্থ হলো বাংলাদেশ নারী দল। রোববার নারী রিকার্ভ দলগত ইভেন্টে স্লোভেনিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে দিয়া-বিউটিদের।

ফ্রান্সে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপের ইলিমিনেশন রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী দলের। লড়াইয়ে ৫-১ সেটে হেরেছেন দিয়া-বিউটিরা। কোয়ালিফিকেশন রাউন্ডে নারী দলগত ইভেন্টে ২৮ দলের মধ্যে ১৮’শ২৩ স্কোর করে ২২তম হয়েছে বাংলাদেশ। ফলে একমাত্র রোমান সানাই বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলবেন। বাকি আর্চারদের ভাগ্য নির্ভর করছে ওয়াইল্ড কার্ডের উপর।

Exit mobile version