Site icon Jamuna Television

দিনাজপুরে লকডাউন বাড়লো

দিনাজপুর প্রতিনিধি:

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদরে লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে।
এই লকডাউন চলবে ২৮ জুন মধ্যরাত পর্যন্ত।

রোববার (২০ জুন) রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ সমন্বয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে ১৫ জুন থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল যা শেষ হবে ২১ জুন মধ্যরাতে।

ইতোমধ্যে দিনাজপুর শহরের বিভিন্ন প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ছোট যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী মাঠে রয়েছে। কাজ ছাড়া যেন মানুষ বের না হয় তা নজরে রাখছেন তারা।

উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে একজনের মৃত্যুসহ ও ৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন জেলাটিতে শনাক্তের হার ৩৪ শতাংশের উপরে।

Exit mobile version