Site icon Jamuna Television

বন্ধ হয়ে গেছে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি প্রথমবারের মতো জরুরি অবস্থায় অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। ইরানের দক্ষিণ বন্দর নগরী বুশেহরে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হওয়ার কারণগুলি তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় টিভি রোববার (২০ জুন) এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বৈদ্যুতিক সংস্থার কর্মকর্তা গোলামালি রাখশিমিহর টিভি শো’তে জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গত শনিবার থেকে জরুরি অবস্থা বিবেচনায় অস্থায়ীভাবে বন্ধ আছে। এঅবস্থা আরও তিন থেকে চার দিন স্থায়ী হবে। তিনি আরও জানান, এর ফলে দেশে বিদ্যুৎ বিভ্রাটের হতে পারে।

পারমাণবিক এনপিটি চুক্তির আওতায়, বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়া থেকে উৎপাদিত ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এবং
জ্বালানী রডগুলো পুনরায় রাশিয়ায় ফেরত পাঠাতে হয়। তবে ২০১৮ থেকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সরঞ্জাম ও যন্ত্রাংশ ক্রয়ে বাধার সম্মুখীন হচ্ছে ইরান।

উল্লেখ্য, ২০১১ সালে রাশিয়ার সহযোগিতায় মধ্যপ্রাচ্যের দেশটি তাদের বুশেহরে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু করেছিল।

Exit mobile version