Site icon Jamuna Television

অনিয়মের অভিযোগে বগুড়ায় ক্লিনিককে জরিমানা

লাইসেন্স নবায়ন না থাকা, অপারেশন করা রোগীর কোনো রোগ ইতিহাস উল্লেখ না করা এবং অনুমোদনহীন নার্স ও টেকনিশিয়ান দিয়ে ক্লিনিক চালানোর দায়ে বগুড়ার একটি ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের বাদুড়তলা এলাকার মা মাতৃসদন ও জেনারেল হাসাপাতালে এই আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।  বিভিন্ন অভিযোগে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল যমুনা নিউজকে জানান, ক্লিনিকটির বিরুদ্ধে সম্প্রতি এক রোগী ভুল চিকিৎসার অভিযোগ করেন জেলা প্রশাসকের কাছে। এর প্রেক্ষিতে আদালত পরিচালনা করা হয় এবং অভিযোগের বেশ কিছু সত্যতাও মিলেছে। দুই বছর ধরে বিধি মোতাবেক লাইসেন্স নবায়ন করেনি এই ক্লিনিক কর্তৃপক্ষ। নার্স ও ল্যাব টেকনিশিয়ান হিসেবে যারা কাজ করছেন তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই।

পরে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন-২০০৯ এর সংযুক্ত বিধি মোতাবেক ক্লিনিকটির মালিক ডা. একেএম শাহারুল ইসলামক ৮৫ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Exit mobile version