Site icon Jamuna Television

রনবীরের আগে আরও ৪ প্রেমিক ছিলো আলিয়ার

রনবীর কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন বলিউডের জ্বলজ্বল করা তারা আলিয়া ভাট। তবে রনবীরের আগেও আরও চারবার প্রেমে পড়েছিলেন বলিউডের সর্বোচ্চ আয় করা এই নায়িকা।

আলিয়ার প্রথম প্রেম হয় তার স্কুল জীবনে। রমেশ দুবে নামে এক সহপাঠীর সাথে প্রেমে জড়িয়েছিলেন আলিয়া। তবে যা হওয়ার তাই হয়েছে, স্কুলের সেই প্রেম টেকেনি বেশিদিন।

বলিউডে এসেই আলী দাদরকরের প্রেমে মজেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে দুই জনের ছবিও দিতেন আলিয়া, ঘুরতেন একসাথে। তবে কোনো এক অজানা কারণে সেই প্রেমও হারিয়ে যায় আলিয়ার।

আলিয়ার জীবনে এরপর প্রবেশ করেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী সুনীল মিত্তলের ছেলে কাভিন মিত্তল। বন্ধুত্ব থেকে শুরু হয়েছিলো তাদের এই প্রেম।

আলিয়ার চার নম্বর প্রেমিক ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। বলিউডের সবার মুখে মুখে ছিলো তাদের প্রেমের গল্প। তবে দুই জনের কেউই স্বীকার করেননি তাদের প্রেমের কথা। ২০১৭ সালে রনবীর কাপুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় এই সম্পর্কের ইতি টানেন আলিয়া।

Exit mobile version