Site icon Jamuna Television

কোপায় কলম্বিয়াকে বড় ধাক্কা দিয়েছে পেরু

ইকুয়েডরকে হারিয়ে ও ভেনেজুয়েলার সাথে ড্র করে আসর শুরু করা কলম্বিয়াকে বড় ধাক্কা দিয়েছে পেরু। কোপা আমেরিকার গ্রুপ ‘বি’র লড়াইয়ে রক্ষণের ভুল এবং আত্মঘাতী গোলে গতবারের ফাইনালিস্ট পেরুর বিরুদ্ধে শক্তিশালী কলম্বিয়া হেরেছে ২-১ গোলে।

ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে সার্জিও পেনা গোল করে পেরুকে এগিয়ে দেয়। এরপর প্রথমার্ধে আর কোনো দল গোল পায়নি। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ মিনিটে ইয়েরি মিনার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কলম্বিয়া, যে গোলটি তারা আর শোধ দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এই জয়ে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বে উঠে এসেছে পেরু। সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান দু’য়ে।

Exit mobile version