Site icon Jamuna Television

দেশের ৬৪ শতাংশ নারী মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে ৬৪ শতাংশ এখন মোবাইলে ইন্টারনেট সুবিধা ব্যবহার করেন। মোবাইল টেলিযোগাযোগ শিল্পের আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ তাদের একটি জরিপে এই তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুন) এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

চতুর্থ বার্ষিক ‘জিএসএমএ মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১’ এর তথ্য থেকে জানা গেছে, নারীদের বিপরীতে বাংলাদেশের ৮৪ শতাংশ পুরুষের মোবাইলে ইন্টারনেট আছে। অবাক করার বিষয় হলো ভারতের পুরুষেরা বাংলাদেশের থেকে পিছিয়ে, ৭৯ শতাংশ। তবে ভারতীয় নারীরা এগিয়ে আছেন, ৬৭ শতাংশ।

এছাড়াও প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ, আলজেরিয়া এবং পাকিস্তানের নারীরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে পারিবারিক বাধার মুখে পড়েন।

জরিপে নিম্ন এবং মধ্যম আয়ের ৮টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীদের মুখোমুখি সাক্ষাৎকারে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের জন্য ভারত বাদে অন্য দেশগুলো থেকে ১৮ কিংবা তার বেশি বয়সি ১ হাজার নারী-পুরুষকে বেছে নেওয়া হয়। ভারত থেকে নেওয়া হয়েছে ২ হাজার জনকে।

Exit mobile version