Site icon Jamuna Television

ইসরায়েলিদের ওপর হামলা হলে হামাসকে নিশ্চিহ্ন করা হবে: নাফতালি বেনেট

ইসরায়েলিদের ওপর আর কোনো হামলা হলে হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

জেরুজালেমে দেয়া ভাষণে নাফতালি বেনেট বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হামাসকে চরম পরিণতি বরণ করতে হবে।

তিনি বলেন, সাধারণ গাজাবাসীর সাথে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু যারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাবে তাদের আমরা নিশ্চিহ্ন করে দেবো। রকেট হামলা করে ইসরায়েলিদের হত্যা করা হলে আমারা চুপ করে বসে থাকবো এটা মনে করার কোনো কারণ নেই। এ ধরনের হামলা আবারও হলে চরম মূল্য দিতে হবে হামাসকে।

ইউএইচ/

Exit mobile version