Site icon Jamuna Television

বাবার কাছে ক্ষমা চাইলেন রিয়া চক্রবর্তী

বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে বাবার কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি দুঃখিত বাবা, তোমাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।

অভিনেত্রী রিয়া চৌধুরী বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছোটবেলায় বাবার সাথে তোলা একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, শুভ বাবা দিবস। তোমার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। আমি দুঃখিত তোমাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তোমার মেয়ে হয়ে থাকতেই আমি পছন্দ করি। আমার বাবা ভীষণ শক্তিশালী।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বাবাকেও ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখোমুখি হতে চেয়েছে। মোকাবেলা করতে হয়েছে মিডিয়ার নানা প্রশ্ন।

Exit mobile version