Site icon Jamuna Television

করোনা: রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ

রাজধানীর হাসপাতালগুলোতেও গেলো এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে। একইসাথে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়ও দেখা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ ও বিএসএমএমইউতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। সরকারি হাসপাতালগুলোতে অর্ধেকের বেশি আইসিইউ বেড ফাঁকা রয়েছে। করোনা ইউনিটেও চাপ তুলনামূলক কম।

তবে গত এক সপ্তাহে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এদিকে রাজধানীতে আগের চেয়ে করোনা পরীক্ষার হারও বেড়েছে। এদের মধ্যে একটি বড় অংশ বিদেশ গমনেচ্ছু। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যেও বেড়েছে করোনা পরীক্ষার হার।

এনএনআর/

Exit mobile version