Site icon Jamuna Television

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের বাস্তবায়ন দেখা যায়নি সড়কে

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের বাস্তবায়ন দেখা যায়নি সড়কে

সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যায়নি সড়ক-মহাসড়কে।

সোমবার সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্নস্থানে অন্যান্য দিনের মতোই চলছে ব্যাটারিচালিত রিকশা। মাঠ পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকেও দেখা যায়নি কোন তৎপরতা। একই চিত্র নরসিংদীতে। বিভিন্ন এলাকায় অবাধে এসব চললেও কোন অভিযান চলেনি।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, এখনও তারা সরকারি কোন নির্দেশনা না পাওয়ায় অভিযান চালাননি। একই চিত্র দেশের প্রায় বেশিরভাগ জায়গায়।

রোববার সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেয় জাতীয় সড়ক পরিবহন টাস্কফোর্স।

এনএনআর/

Exit mobile version