Site icon Jamuna Television

১০০ কোটি মানুষকে টিকা দেয়ার মাইলফলক স্পর্শ চীনের

১০০ কোটি মানুষকে টিকা দেয়ার মাইলফলক স্পর্শ চীনের

১০০ কোটি মানুষকে টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করলো চীন। রোববার দেশটির স্বাস্থ্য বিভাগ জানায় এ সাফল্যের কথা।

বিশ্বে যতো মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন; তাদের এক-তৃতীয়াংশই চীনের নাগরিক। শুক্রবার বিশ্বজুড়ে আড়াইশো কোটি মানুষকে টিকা দেয়া সম্পন্ন হয়। এরপরই চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে তাদের সাফল্য।

চীনে কোভিড নিয়ন্ত্রণে সফল লড়াই’র পর টিকাদান কর্মসূচি দেরিতে শুরু হয়েছিলো। এছাড়া স্বচ্ছতার অভাব এবং ভ্যাকসিন কেলেঙ্কারিতে জনগণের মধ্যে টিকাগ্রহণে অনীহা দেখা যায়। চলতি মাসেই, ১৪০ কোটি মানুষের মধ্যে ৪০ শতাংশকে পুরোপুরি টিকা দেয়ার লক্ষ্যমাত্রার নির্ধারণ করে বেইজিং। দেশটিতে বর্তমানে শর্তসাপেক্ষে ৪টি টিকা ব্যবহারের অনুমোদন রয়েছে।

এনএনআর/

Exit mobile version