Site icon Jamuna Television

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী মাদবর বাড়ীর খাঁন ইকুইপমেন্ট নামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্যারেজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

পুলিশ জানায়, সকালে গ্যারেজে একটি গাড়ি পরিষ্কারের কাজ করছিল শ্রমিক আল আমিন। এ সময় একটি পানির মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএইচ/

Exit mobile version