Site icon Jamuna Television

কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে পারে হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকা

হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কা করছেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের উপদেষ্টা।

অ্যাপল ডেইলির ২৩ লাখ ডলার মূল্যের সম্পদ স্থগিত করেছে হংকং কর্তৃপক্ষ। পত্রিকাটির কোনো ব্যাংক অ্যাকাউন্টই সচল নেই। বলা হচ্ছে, হংকং ও চীন প্রশাসনের কঠোর সমালোচক হওয়ায় তোপের মুখে পড়েছে অ্যাপল ডেইলি। পত্রিকাটির প্রতিষ্ঠাতা গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই বর্তমানে কারাগারে রয়েছেন।

সম্প্রতি গ্রেফতার করা হয়েছে পত্রিকার প্রধান সম্পাদক রায়ান ল, প্রধান নির্বাহীসহ বেশ কয়েকজনকে। গত বৃহস্পতিবার হংকংয়ে অ্যাপল ডেইলির অফিসে অভিযান চালায় প্রায় পাঁচশ’ পুলিশ।

প্রশাসন বলছে, পত্রিকার প্রতিবেদনগুলো জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করেছে। তাই জব্দ করা হয়েছে তাদের সম্পদ।

ইউএইচ/

Exit mobile version