Site icon Jamuna Television

মৌলভীবাজারে পৃথক স্থান থেকে একজনের কাটা হাত ও পা উদ্ধার

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর এলাকায় পৃথক স্থান থেকে একজনের কাটা হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে নারী দেহের অংশ বলে ধারণা পুলিশের।

শ্রীমঙ্গল মির্জাপুর ফাঁড়ি ইনচার্জ এসআই কাশি চন্দ্র শর্মা জানান, সোমবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে এক কৃষকের সবজি ক্ষেত থেকে অজ্ঞাত একজনের পায়ের দুটি অংশ পাওয়া যায়। পরে দেহের বাকী অংশ খুঁজতে গিয়ে প্রায় আধ কিলোমিটার দূরে একই গ্রামের এক বাঁশ বাগান থেকে কাটা হাতের অংশ উদ্ধার হয়। পুলিশের ধারণা হত্যার পর পরিচয় গোপন করতে অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ঘাতক। দেহের বাকি অংশ উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি শহীদুল হক, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালিক ও পিবিআই’র একটি টিম।

Exit mobile version