Site icon Jamuna Television

ঢাকা থেকে বরিশালে ভোট দিতে গিয়ে বোমার আঘাতে মারা গেলেন বৃদ্ধ

ঢাকা থেকে বরিশালে নিজ এলাকায় ভোট দিতে গিয়ে বোমার আঘাতে মারা গেলেন এক বৃদ্ধ। বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচনী সহিংসতায় বোমা বিস্ফোরণে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ঘটে এই ঘটনা।

বরিশাল রেঞ্জের ডিআইজি জানান, অপ্রাপ্তবয়স্ক একজন ওই কেন্দ্রে ভোট দিতে যায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেলের আঘাতে মারা যান মৌজে আলী মৃধা।

ইউএইচ/

Exit mobile version