Site icon Jamuna Television

বিলি গিলমোর করোনা পজেটিভ

আগামি মঙ্গলবার (২২ জুন) গ্রুপ ডি এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যখন পরিকল্পনা সাজাতে ব্যস্ত স্কটল্যান্ড, তখনই এক দুঃসংবাদ পেল তারা। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ খেলা স্কটিশ মিডফিল্ডার বিলি গিলমোরের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গিলমোরকে থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হওয়া গিলমোরকে স্কটিশ স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই ভাবা হচ্ছিল। কিন্তু হ্যাম্পডেন পার্কে ক্রোয়েশিয়ার সাথে ম্যাচে আর তাকে পাওয়া যাচ্ছে না। প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনে ওঠার লড়াইটা তাই কঠিন হয়ে গেল স্কটিশদের জন্য।

স্কটল্যান্ড স্কোয়াডের আর কারোরই করোনা পজেটিভ শনাক্ত হয়নি। তাই বাকী ২৫ জনকেই পাচ্ছেন কোচ স্টিভ ক্লার্ক।

Exit mobile version