Site icon Jamuna Television

রণতরীর স্থিতিশীলতা পরীক্ষা করতে বোমা বিস্ফোরণ চালালো মার্কিন নৌবাহিনী

রণতরীর স্থিতিশীলতা পরীক্ষা করতে বোমা বিস্ফোরণ চালালো মার্কিন নৌবাহিনী

সমুদ্রে ব্যতিক্রমধর্মী এক পরীক্ষা চালালো মার্কিন নৌবাহিনী। ১ হাজার ৮শ কেজি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করা হলো মার্কিন রণতরীর স্থিতিশীলতা এবং সহ্যক্ষমতা।

বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডের কাছে প্রায় ১ হাজার ৮শ কেজি বিস্ফোরক রাখা হয়। এরপর সেটির বিস্ফোরণ ঘটানো হয়। যুদ্ধ চলাকালে শত্রুর টর্পেডো, মাইন কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ কতটুকু সামাল দিতে পারে এই রণতরী সেটিই পরীক্ষা করা হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি সামান্য কাত হলেও ডুবে যায়নি। এমনকি এর কোনো ক্ষতিও হয়নি বলে জানানো হয়।

এনএনআর/

Exit mobile version