Site icon Jamuna Television

লকডাউনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ-স্পীডবোট বন্ধ, সচল থাকবে ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে মুন্সিগঞ্জ, মাদারীপুর সহ ঢাকার সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের এসময় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ থাকবে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। তবে লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে নদীতে ফেরি সচল থাকবে। নৌরুটের দুটি ঘাটের একটি শিমুলিয়াঘাট মুন্সিগঞ্জ ও বাংলাবাজার ঘাট মাদারীপুর জেলায় অবস্থিত, এ দু’টি জেলাই লকডাউনের আওতায় রয়েছে ।

এবিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হবে। যেসব ফেরি সচল থাকবে সেগুলো দিয়ে শুধুমাত্র কাঁচামাল, পণ্যবাহী গাড়ি ও জরুরি রোগীবাহী গাড়ি পার করা হবে। সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে। বর্তমানে নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে। আগামীকাল থেকে নির্দেশনা অনুযায়ী এ সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

লঞ্চ চলাচলের বিষয়ে বিআইডাব্লিটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বর্তমানে ৮৭টি লঞ্চ সচল আছে। তবে মঙ্গলবার ভোর থেকে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। আর স্পীডবোট এর মধ্যেই বন্ধ রয়েছে।

এদিকে মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ জেলায় গত একমাসে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৬৩ জন। আর এপর্যন্ত এ জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৫হাজার ৮৮৬জন৷ যাদের মধ্যে সুস্থ হয়েছে ৫হাজার ৭৮৪জন আর মারা গেছে ৭১জন।

Exit mobile version