Site icon Jamuna Television

আবাহনীর ম্যাচে আবার বিতর্ক, এবার মেজাজ হারালেন মাহমুদউল্লাহ

এবার ওয়াইড বল বিতর্কে আবাহনীর বিপক্ষে মেজাজ হারালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও রোমাঞ্চকর ম্যাচে ১ উইকেটের জয় পেয়েছে আবাহনী। গাজীর করা ১৩০ রান ১ বল আগেই টপকে যায় মুশফিক-শান্তরা।

মিরপুরে লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ ছিল শেষ পর্যন্ত। ২৪ বলে আবাহনীর দরকার ৪৮। কঠিন এই সমীকরণটাই সহজ করে দেন শান্ত। শেষ ২ ওভারে ম্যাচ চলে যায় ১৮ রানের রোমাঞ্চে।

যেখানে শুরুতেই মুকিদুল মুগ্ধর নো বল ম্যাচে আনে উত্তেজনা। মুশফিকের দলের পক্ষে যাওয়া সিদ্ধান্তের প্রতিবাদে আম্পায়ারের দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ। লেগ আম্পায়ার মুকুল ছুটে এসে সামাল দেন পরিস্থিতি।

শেষ ওভারেও ম্যাচ দুলছিল পেন্ডুলামের মতই। হাতে ১ উইকেট নিয়েও অবশ্য হারতে হয়নি আবাহনীকে। ১ রানের জয়ে দলটির পয়েন্ট দাঁড়ালো ২০।

যদিও ১৩০ রানের সাদামাটা পুঁজি ছিল গাজী গ্রুপের। সৌম্যর ৩০ রান সেখানে সর্বোচ্চ। যথারীতি বল হাতে সফল সাইফুদ্দিনের শিকার ৪ উইকেট।

সেই ১৩০ রান তুললেই অবশ্য নাভিশ্বাস উঠে যায় চ্যাম্পিয়ন রেসে থাকা আবাহনীর। ৬৪ রানে মুশফিক-মোসাদ্দেকসহ ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে দল। সেখান থেকে নাজমুল শান্ত ৫৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে হয়েছেন ম্যাচের হিরো।

Exit mobile version