
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বয়েরা গ্রামের মৃত. আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)।
স্থানীয়রা জানায়, মরিয়ম বেগম ভেজা কাপড় রোদে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এই সময় তার তিন ছেলে মাকে বাঁচাতে এগিয়ে আসলে মায়ের সঙ্গে ছেলে রোকন সরদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়। বাকি দুই ছেলে সেলিম সরদার ও কালাম সরদার মারাত্মক আহত হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply