Site icon Jamuna Television

রাজধানীতে বৃষ্টির কারণে দক্ষিণ সিটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

রাজধানীতে বৃষ্টির কারণে দক্ষিণ সিটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

রাজধানীতে সকাল থেকে বৃষ্টির কারণে মতিঝিল, সেগুনবাগিচা, টিকাটুলিসহ দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বঙ্গভবনের দেয়াল ঘেঁষে সার্কুলার রোডে জমেছে কোমড় পানি। জলাবদ্ধতার কারণে ধীরগতিতে চলছে যানবাহন। এতে আশেপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

এছাড়া বিভিন্ন স্থানে ধীর গতির উন্নয়ন কাজের কারণে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। জলাবদ্ধতার জন্য অপ্রতুল পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করছেন নগরবাসী। দুর্ভোগ নিরসনে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

এনএনআর/

Exit mobile version