Site icon Jamuna Television

মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন!

মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন!

চিত্রনায়িকা মাহিয়া মাহির বর্তমান অবস্থা নিয়ে সংশয় সবার মনে। তিনি কি বিরহে আছেন? নাকি ভাসছেন প্রণয়ের হাওয়ায়? এরকমই গুঞ্জন উঠেছে ঢালিউডে। গত ২৪ মে, মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের পর নানান আবেগঘন পোস্ট দিলেও মাহির ২য় বিয়ে নিয়ে উঠেছে প্রশ্ন।

পাত্রের নাম রাকিব সরকার। তিনি গাজীপুরের চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী সরকার পরিবারের ছোট ছেলে। গাজীপুর মহানগর যুবলীগের অন্যতম নেতা রাসেল সরকারের ছোট ভাই রাকিব।
জানা যায়, রাকিবের সঙ্গে মাহির বিয়ে হয়েছে। এরপর সেই খবরটি ছড়িয়ে যায় শোবিজ অঙ্গনেও। তবে এটাকে ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দিলেন মাহি।

এদিকে রাকিব সরকারের ফেসবুক অ্যাকাউন্টের কভারে যেই ছবিটি রয়েছে, তাতে একজন নারী ও একজন পুরুষের মাথার পেছনের দিকটা দৃশ্যমান। ধারণা, ওই মস্তকদয় রাকিব ও মাহিরই!

এছাড়া ক’দিন আগে মাহি নিজেও মেহেদী রাঙা হাতে শাড়ি পরা একটি ছবি শেয়ার করেছিলেন। আর ক্যাপশন দিয়েছিলেন, ‘আলহামদুলিল্লাহ্’।

এনএনআর/

Exit mobile version