Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের আইইউবি’র ক্যাম্পাস পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেন বৃহষ্পতিবার (১৭ জুন) রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি আইইউবির উপাচার্য তানভীর হাসানের সাথে বৈঠক করেন।

তিনি একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে আইইউবিতে কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করতে কোরিয়াতে শিক্ষক পাঠানো সহ কোরিয়া সেন্টার স্থাপন করার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কোরিয়া সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞ, নির্মাতা ও আইইউবির মিডিয়া ও কমিনিকেশন বিভাগের অধ্যাপক জাকির হোসেন রাজু সহ আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ট্রেজারার খন্দকার ইফতেখার হায়দার, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম প্রমুখ।

Exit mobile version