Site icon Jamuna Television

চূড়ান্ত হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি

করোনা পরিস্থিতিতে লকডাউন শুরু হওয়ায়, শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে এখন চূড়ান্ত হয়েছে সিরিজের সূচি। ৭ জুলাই বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট।

আর ১৬, ১৮, ২০ জুলাই হারারেতে হবে তিনটি ওয়ানডে। একই ভেন্যুতে তিনটি টি-২০ ম্যাচ হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই। তবে মাত্র ১ দিনের কোয়ারেন্টাইন হওয়ায় টেস্ট আর ওয়ানডের জন্য দুইভাগে দল যাবে জিম্বাবুয়ে।

সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন কিনা সেটা এখনো জানে না বোর্ড। কেন্দ্রীয় চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। ২৩ ক্রিকেটারের কাছে পাঠানো চিঠির উত্তর থেকে জানা যাবে কে কোন ফরম্যাটে থাকছেন।

Exit mobile version