Site icon Jamuna Television

৫ আগস্টের পর শুরু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ

বাফুফে-এনএসসি জটিলতা শেষে আগামী ৫ আগস্টের পর থেকে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

করোনায় নির্ধারিত সময়ে লিগ শেষ না হওয়ায় মাঠ ছাড়তে রাজি হয়নি ফুটবল ফেডারেশন। অন্যদিকে সংস্কার কাজ শুরু করতে না পারায় দেখা দিয়েছিল প্রকল্পের টাকা ফেরত যাওয়ার শঙ্কা। আর এই সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সভা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। সেখানে ৫ আগস্টের মধ্যে লিগ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার প্রস্তাব মেনে নিয়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

Exit mobile version