Site icon Jamuna Television

ঢাকার সাথে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

সদরঘাট। ছবি- সৌমিত্র শুভ্র।

মঙ্গলবার থেকে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (​বিআইডব্লিউটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। তার আগে, এক জরুরি বিজ্ঞপ্তিতে রাজধানীর সাথে লকডাউন দেয়া ৭ জেলার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের কথা জানিয়েছিল বিআইডব্লিউটিএ। এবার রাজধানী থেকে সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ আসা-যাওয়া বন্ধের কথা জানালো তারা।

করোনা মহামারি পরিস্থিতি দ্বিতীয় দফায় এ বছরের ৫ এপ্রিল থেকে ২৫ মে রাজধানীর সাথে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল। তার আগে, করোনার প্রথম ঢেউয়ে গত বছর এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল নৌপথের যাত্রীদের।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এরপর এই ৭ জেলায় দুরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধের কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Exit mobile version