Site icon Jamuna Television

হ্যারি কেইনের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যান সিটির

টটেনহাম ফরোয়ার্ড হ্যারি কেইনকে দলে টানার জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যান সিটি। প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, হ্যারি কেইনের জন্য এটাই ম্যান সিটির প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব।

ম্যান সিটি এই প্রস্তাবে তাদের আরও একজন খেলোয়াড়কেও রাখবে বলে নিশ্চিত করেছেন রোমানো। সোয়াপ ডিলে আয়মেরিক লাপোর্তা, গ্যাব্রিয়েল জেসুস বা রাহিম স্টার্লিং থাকতে পারেন বলে জানা গেছে।

তবে স্পার্স চেয়ারম্যান ডেনিয়েল লেভি কিছুতেই তাদের তালিসম্যানকে ছাড়তে রাজি নন। হ্যারি কেইনের জন্য তিনি বহু আগে থেকেই ‘বিক্রয়ের জন্য নহে’ নোটিস টাঙিয়ে রেখেছেন। তবে কেইন বরাবরই বলে আসছেন যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান। তাই গেল মৌসুমে টটেনহাম যখন প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সাতে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারায় তখনই গুঞ্জন ওঠে, এবার কেইনকে ধরে রাখাটা কঠিন চ্যালেঞ্জই হয়ে দাঁড়াবে স্পার্সদের জন্য।

Exit mobile version