Site icon Jamuna Television

হুইপ সামশুলসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হুইপ সামশুল হক চৌধুরী। ফাইল ছবি।

ক্যাসিনোকাণ্ডসহ নানা অবৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও আরও দুই সংসদ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত গত ১৩ জুন ভার্চুয়াল আদালতে এ আদেশ দিয়েছেন। আদেশের নির্দেশনা জানানো হয়েছে বিমানবন্দর ইমিগ্রেশনকেও।

২০১৯ সালের ২৩ অক্টোবর পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে এই ছয় জনসহ ২২ জনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় অনুরোধ জানিয়েছিল দুদক। তবে সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে দেশত্যাগে বা বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় নিম্ন আদালতের অনুমতি নিতে হচ্ছে সংস্থাটিকে। এরই ধারাবাহিকতায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ছয়জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেন আদালত।

Exit mobile version