Site icon Jamuna Television

চতুর্থ দিন ভেসে গেল বৃষ্টির জলে

টানা বৃষ্টিতে ভেসে গেছে দ্য আল্টিমেট টেস্টের চতুর্থ দিনের খেলা। মাঠে গড়াতে পারেনি একটি বলও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাই চ্যাম্পিয়ন খুঁজে বের করতে এখন রিজার্ভ ডে সহ দুইদিনের খেলা কেবল বাকী আছে। আর এ পর্যন্ত হতে পারেনি মোট ১৯৬ ওভারের খেলা। ফাইনাল যদি ড্র-ই হয় তবে এ্যাওয়ার্ড মানি ও ট্রফি ভাগ করতে হবে ভারত ও নিউজিল্যান্ডকে।

যেখানে ৪ দিনে খেলাই হয়েছে মোটে ১৪১.২ ওভার আর দু’দলের প্রথম ইনিংসই এখনো শেষ হতে বাকী, সেখানে ড্র কেই মনে হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য ফলাফল।

৮ উইকেট হাতে নিয়ে ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১১৬ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। ক্রিজে ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর। আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হবার মিনিট পাঁচেক আগে আউট হয়েছেন এই টেস্টের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান কিউই ওপেনার ডেভন কনওয়ে।

Exit mobile version