Site icon Jamuna Television

উইনালদামের জোড়া গোলে নর্থ মেসিডোনিয়াকে ৩ গোলে হারালো ডাচরা

জর্জিনিও উইনালদামের রেকর্ডের গড়ার রাতে নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে রাউন্ড অব সিক্সটিনে উঠে গেল নেদারল্যান্ডস। উইনালদামের জোড়া গোল ও মেম্ফিস ডিপাইয়ের লক্ষ্যভেদের কোন জবাব ছিল না নর্থ মেসিডোনিয়ার কাছে। শূন্য হাতেই ইউরো থেকে ফিরবে তারা।

ম্যাচের ২৪ মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। ডাচদের আক্রমণের তোড়ে ৪-২-৩-১ ফর্মেশনে খেলা নর্থ মেসিডোনিয়া ভিড় জমায় নিজেদের অর্ধে। কিন্তু আরও গোল হজম না করে পারেনি শেষমেশ।

গোলদাতা ডিপাইয়ের ক্রস থেকে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে সহজ ট্যাপ ইনে গোল করে নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারের লিস্টে মার্কো ভ্যান বাস্তেনের পাশে চলে যান উইনালদাম। আর ৬ মিনিট পরে আবারও ডিপাইয়ের শট গোলরক্ষক দিমিত্রিয়েভস্কি ফিরিয়ে দিলে সেই বল সহজেই জালে পাঠান উইনালদাম। আর উঠে যান ভ্যান বাস্তেনকে ছাড়িয়ে আরও উপরে।

নর্থ মেসিডোনিয়ার বর্ষীয়ান ফরোয়ার্ড গোরান পানডেভ এই ম্যাচের মাধ্যমেই বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে। ম্যাচের ৬৮ মিনিটে তাকে বদলি করা হলে দলের খেলোয়াড়রা তাকে মাঠেই গার্ড অব অনার দেন।

Exit mobile version