Site icon Jamuna Television

কক্সবাজারে খুলছে হোটেল-মোটেল; তবে বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র

২৪ জুন থেকে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের হোটেল-মোটেল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে পুরোপুরি বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র।

সোমবার (২১জুন) বিকালে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসন জানায়, পর্যটন সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকা নির্বাহের দাবির প্রেক্ষিতে শর্তসাপেক্ষে খুলে দেয়া হচ্ছে হোটেল-মোটেল ও গেস্টহাউস।

শর্তগুলো হলো, বেড়ানোর উদ্দেশে রুম বুকিং নিতে পারবে না কোন পর্যটক। মাত্র ৫০ শতাংশ কক্ষ বুকিং দেয়া যাবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে কক্ষ ভাড়া দেয়া যাবে না। এছাড়া পুরো হোটেলে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। ২৪ জুন হোটেল-মোটেল খুলে দেয়া হলেও, বন্ধ থাকবে সবগুলো পর্যটন কেন্দ্র।

Exit mobile version