Site icon Jamuna Television

দুবাইয়ের নিখোঁজ রাজকন্যা লতিফাকে স্পেনে দেখা গেছে

নিখোঁজ রাজকন্যা লতিফাকে স্পেনে দেখা গেছে

গেলো কয়েক মাস ধরে নিখোঁজ দুবাইয়ের শাসকের মেয়ে রাজকন্যা লতিফার নতুন একটি ছবি সামনে এসেছে। ইন্সট্রাগ্রামে পোস্ট করা সেই ছবিতে তাকে স্পেনের মাদ্রিদ বিমানবন্দরে এক নারীর সাথে দেখা গেছে।

প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। ২০১৮ সালের ফেব্রয়ারিতে পারিবারিক বিধিনিষেধ ভেঙে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু ভারত মহাসাগরে ধরা পড়েন। পরে তাকে দুবাইয়ে ফিরিয়ে আনা হয়।

গত ফেব্রুয়ারিতে এ নিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করে বিবিসি। ভিডিওতে রাজকন্যা লতিফা দাবি করেন, তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। এসময় তিনি তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

ওই ফুটেজ প্রচারের পর জাতিসংঘ লতিফার বেঁচে থাকার নিশ্চিতের প্রমাণ দাবি করে। মানবাধিকার কর্মীরা তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানায় সেই সময়। যদিও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানায় বাড়িতেই তার যত্ন নেওয়া হচ্ছে।

এনএনআর/

Exit mobile version