Site icon Jamuna Television

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন ) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় বিভিন্ন সময়ে তারা মারা যান। একই সময় ব্যবধানে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৩ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৮ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীরই ১২ জন এবং নাটোরের ১ জন ব্যক্তি রয়েছেন।

এ নিয়ে চলতি মাসের ২২ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত) রাজশাহী মেডিকেলের হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২২৯ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৯৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি। অতিরিক্ত রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছে ৮৪ জন।

এদিকে, রাজশাহী নগরীতে গত ১১ জুন থেকে চলছে ‘বিশেষ লকডাউন’। এরপরও কমছে না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা ।

Exit mobile version