Site icon Jamuna Television

ভারি বর্ষণে জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগ

ভারী বর্ষণে জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগ

সকাল থেকে টানা বর্ষণের ফলে রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে বেড়েছে জনদুর্ভোগ।

রাজধানীর বিভিন্ন রাস্তায় ড্রেনের কাজ চলায় ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলতে হচ্ছে। রাস্তায় পানি বেড়ে যাওয়ায় মাঝেমধ্যে রিক্সা উল্টে বাড়িয়ে দিচ্ছে দুর্ভোগ। রাজারবাগ ও কমলাপুর এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

ভুক্তভোগীরা জানিয়েছেন, জুন মাসে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ির ফলে বিপাকে পড়েছেন জনসাধারণ।

এনএনআর/

Exit mobile version