Site icon Jamuna Television

সু চি’র রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করা হচ্ছে: অভিযোগ আইনজীবীর

আদালতে বানোয়াট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি’র রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের পায়তারা করছে মিয়ানমার জান্তা। সোমবার (২১জুন) এ অভিযোগ করেন তার আইনজীবী মিন মিন সোয়ে।

সু চি’র আইনজীবী মিন মিন সোয়ে জানায়, তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। বানোয়াট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপিত হচ্ছে আদালতে। সেসব অবশ্যেই খতিয়ে দেখা উচিৎ। নতুবা, সেনা সরকারের মূল লক্ষ্যেই হলো- তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করা।

গত মাস থেকেই শুরু হয়েছে সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর শুনানি। যার মধ্যে, গুরুতর হচ্ছে রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন এবং ঘুষগ্রহণের মতো ভয়াবহ অভিযোগ। যেগুলো প্রমাণিত হলে, প্রত্যেকটির ক্ষেত্রে রয়েছে ১৪-১৫ বছরের কারাদণ্ডের বিধান। সু’চিকে গৃহবন্দি করার পর, তার বিরুদ্ধে অবৈধভাবে বিদেশ থেকে ওয়াকিটকি আনা এবং ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। দায়ের করা হয়, করোনা শিষ্টাচার লঙ্ঘনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো এবং পরিবেশ নীতিমালা উল্লঙ্ঘনের মামলাও।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে, মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

Exit mobile version