রাজধানীর খিলগাঁও-এর বাসাবো খালের ড্রেনে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা বলছেন, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বোতল কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হয়। জানা যায়, নিখোঁজ যুবকের নাম আবুল। সে খিলগাঁও ফ্লাইওভারের নিচে থাকতো।
ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদর দফতরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে।
এনএনআর/

